ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জায়গার অভাবে নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পত্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
জায়গার অভাবে নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সম্পত্তি

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার দুটি রোড রোলার ও একটি ট্রাক দীর্ঘদিন ধরে অযত্নে-অবহেলায় পড়ে আছে। গাড়িগুলো থেকে কিছু যন্ত্রাংশ চুরি হয়ে গেছে।

এরপরও এগুলো সংরক্ষণ করা হচ্ছে না।

সরকারি কোটি টাকার সম্পত্তি এভাবে পড়ে থেকে নষ্ট হওয়ার বিষয়টি ভালোভাবে দেখলেচন না স্থানীয়রা। তবে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, নিজস্ব জায়গা না থাকায় সঠিকভাবে এগুলো রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর ভবনের সামনে একটি রোলার ও ট্রাক এবং শিবপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে আরেকটি রোলার অরক্ষিত অবস্থায় রয়েছে। স্থানীয় শিশুরা এগুলোতে উঠে খেলা করছে। দীর্ঘদিন ধরে এভাবে থেকে গাড়িগুলোর অনেক যন্ত্র বিকল হয়ে গেছে। কিছু যন্ত্রপাতি চুরিও হয়েছে।

জানা গেছে, আজমিরীগঞ্জ পৌরসভায় ২০০৭ সালে একটি রোড রোলার, ২০১২ সালে ট্রাক ও ২০১৮ সালে দ্বিতীয় রোলারটি বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এগুলোর দাম প্রায় এক কোটি টাকা। সরকারের উন্নয়ন কাজে এগুলো ব্যবহারের কথা থাকলেও তা হচ্ছে না।

২০১২ সনে আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে উন্নয়ন কাজে একটি রোলার ব্যবহার হয়েছিল। ওই সময় দুর্ঘটনায় রোলারটি বিকল হয়ে যায়। এরপর থেকে শিবপাশায় পড়ে আছে এটি। বাকি একটি রোড রোলার ও একটি ট্রাক একইভাবে বিকল হয়ে যাওয়ার পর আর মেরামত করা হয়নি। ট্রাকের পেছনে থাকা ডালাটি কে বা কারা নিয়ে গেছে।

স্থানীয়রা জানান, পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে পৌরসভার কোটি টাকা মূল্যের এই তিনটি যান নষ্ট হয়ে যাচ্ছে। শুধু রক্ষণাবেক্ষণের অভাবে সরকারের এই সম্পদ নষ্ট হচ্ছে। এগুলো শিগগির মেরামত করে ব্যবহার উপযোগী করা প্রয়োজন।

এ বিষয়ে আজমিরীগঞ্জ পৌরসভার প্রকৌশলী হেদায়েতুল ইসলাম বলেন, শিবপাশায় যে রোলারটি আছে, সেটি অকেজো হয়ে গেছে। এটিকে নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে। পৌরসভার নিজস্ব কোনো জায়গা না থাকায় রোলার ও ট্রাকটি বাইরে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।