টাঙ্গাইল: টাঙ্গাইল পৌরশহরের আদালত এলাকার আমতলা থেকে রাশেদুল ইসলাম ফকির (২৫) নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাশেদুল সিরাজগঞ্জের মিস্ত্রিগাতি এলাকার রওশন আলী ফকিরের ছেলে।
পুলিশ জানায়, রাশেদুলের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন ছিল। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা হাতুড়ি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় ছিনতাইকারী চক্র তাকে হাতুড়ি দিয়ে মাথায় এবং মুখে আঘাত করে হত্যা করেছে।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ ফয়সাল বাংলানিউজকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এনএসআর