সিরাজগঞ্জ: রাস্তার পাশে লরিচাপায় বুজরত আলী (৬৮) নামে বিশ্রামরত এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দওকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সীমান্ত বাজার এলাকায় মহাসড়কের পাশেই দাঁড়িয়ে ছিল লরিটি। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা লরির পাশে ছায়ায় বসে ওই বৃদ্ধ বিশ্রাম নিচ্ছিলেন। বেশ কিছুক্ষণ পরে লরিটি ওই বৃদ্ধকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ বুজরত আলী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
আরএ