মাগুরা: মাগুরা সদর উপজেলার বজরুকশ্রীকুন্ডি এলাকায় প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে শিশুকে (১০) বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ওই ছাত্রকে তার বাবা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, অভিযুক্ত ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই ব্যক্তি ওষুধ আনার কথা বলে শিশুটিকে নিজের বাড়ির একটি কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে। সেসময় ওই ব্যক্তি এ ঘটনা কাউকে না বলার জন্য শিশুটিকে হুমকি দেন। পরে শুক্রবার শিশুটি ওই ঘটনা তার মা-বাবাকে জানায়।
নির্যাতিত শিশুটি বলে, ঘটনাটি কাউকে না জানানোর জন্য ওই ব্যক্তি আমাকে ভয় দেখান। তিনি আমারে বাইরে আসতে দেন নাই।
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস জানান, অসুস্থ শিশুটির চিকিৎসা চলছে।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
আরএ