সিলেট: সিলেটের বালাগঞ্জে কামরুল হত্যা মামলার আসামি দুই সহোদরকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ঢাকার কাফরুল থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে সিলেট জেলা পুলিশ।
গ্রেফতাররা হলেন, সুরত আলী (৩৮) ও শামছুজ্জামান(২৬)। তারা সিলেটের বালাগঞ্জ উপজেলার হামসাপুরের লতিব উল্ল্যাহর ছেলে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৩০ জুলাই বালাগঞ্জের হামসাপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মধ্যে মারামারির এক পর্যায়ে গুরুতর আহত হন তৈয়ব আলীর ছেলে কামরুল ইসলাম। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই ইমরান মিয়া বাদী হয়ে বালাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আসামিদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। কিন্তু হত্যাকাণ্ডে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে যান।
এক পর্যায়ে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ সদস্যরা আসামিদের গ্রেফতারে সক্ষম হন। শুক্রবার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এনইউ/এমজেএফ