ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় ট্রাকের ধাক্কায় ৪ জন নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
খুলনায় ট্রাকের ধাক্কায় ৪ জন নিহত ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার ডুমুরিয়ায় বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পূর্ব জিলেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডুমুরিয়ার শরাফপুরের জাকারিয়া সরদারের ছেলে অটোরিকশা চালক ইলিয়াস সরদার (৪৫), রুদাঘরা গ্রামের মহিউদ্দিনের মেয়ে রেশমা খাতুন (৩২)। অপর দু’জনের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ঘটনাস্থলে ট্রাকটি (সাতক্ষীরা ই ১১-০৩৯৪) অটোরিকশাকে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি যাত্রীসহ রাস্তার পাশে একটি ডোবার পড়ে যায়। এ সময় অটোরিকশাটির ওপর বালু ভর্তি ট্রাক পড়ায় সেটি পানির নিচে দেবে যায়। পরে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে  ৪ জনের মরদেহ উদ্ধার করে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘাতক ট্রাকচালক রাকিব শেখকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এমআরএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।