ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিগগিরই শান্তিগঞ্জ পৌরসভায় রূপান্তরিত হবে: পরিকল্পনামন্ত্রী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
শিগগিরই শান্তিগঞ্জ পৌরসভায় রূপান্তরিত হবে: পরিকল্পনামন্ত্রী  ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সুনামগঞ্জের শান্তিগঞ্জ (প্রাক্তন দক্ষিণ সুনামগঞ্জ) উপজেলাকে পৌরসভায় রূপান্তর করা হবে। খুব শিগগিরই এই কাজ বাস্তবায়ন শুরু হবে।

পাগলার মহাসিং নদী ও গনিগঞ্জে ব্রিজও নির্মাণ হবে। প্রয়োজনীয় সব উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে এই সরকারের সময়ে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বাঙালি স্বাধীন জাতি। তাদের কেউ আর দমিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সারাবিশ্ব এখন আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান করে। আমরা এখন আর কারো কাছে মাথানত করব না।  

এম এ মান্নান আরও বলেন, সুনামগঞ্জের হাওরে উড়াল সেতু হবে, সুনামগঞ্জ থেকে ময়মনসিংহ পর্যন্ত রেললাইন হবে। দেশের উন্নয়নে যা দরকার সব হবে।  


এসময় ছাত্রলীগের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, নিজেদের সবসময়ই ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা দেশের শত্রু তাদের প্রতিহত করতে হবে।  

সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সভাপতি রয়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন-  পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, উপজেলা তাঁতী লীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনসুর আলম সুজন, পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আজাদ হোসেন সহ আরও অনেকে।  

এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাসহ ছাত্রলীগের হাজারো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।