বরগুনা: বরগুনার তালতলীতে বজ্রপাতে মো. আনোয়ার হোসেন মৃধা (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার হুলাটানা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে বৃষ্টির মধ্যে বাড়ির উত্তর পাশের ডাঙ্গায় মাছ ধরতে যান আনোয়ার হোসেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওসার হোসেন বাংলানিউজকে জানান, বজ্রপাতে মৃত আনোয়ারের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এসআরএস