ভোলা: ভোলার দৌলতখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৮০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে আব্দুর রশিদ নদীতে মাছ শিকারের জন্য ঘর থেকে বের হন। তিনি খালপাড় এলাকায় পৌঁছালে রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের মূল লাইনের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এনটি