নড়াইল: নড়াইলে সাংবাদিক হয়রানির প্রতিবাদে ঘোষিত শনিবার (২৫ সেপ্টেম্বর) লোহাগড়া ও রোববার (২৬ সেপ্টেম্বর) কালিয়া উপজেলায় মানবন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের অনুরোধে মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়।
নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। তিনি উপজেলা পর্যায়ের মানবন্ধন কর্মসূচি স্থগিত করার জন্য অনুরোধে জানিয়েছেন। আমরা জেলা প্রশাসকের প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি স্থগিত ঘোষণা করলাম।
>>>নড়াইলে সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এনটি