খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারায় বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শনিবার (২৫ সেপ্টম্বর) সকালে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
গুইমারা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশেইপ্রু মারমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- গুইমারা থানার উপ-পরিদর্শক মো. মিজানুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার খায়রুল আলম, জাইকা প্রতিনিধি রুনী চাকমা, গুইমারা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আলী প্রমুখ।
বক্তারা বলেন, বাল্যবিবাহ নিরুৎসাহিত করতে সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে এবং সহযোগিতা করতে হবে। এ বিষয়ে আইন বাস্তবায়নের জন্য সর্বপ্রথম পরিবারকে সচেতন হতে হবে।
উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথ আয়োজিত দু’দিনব্যাপী প্রশিক্ষণে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ মোট ১৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এডি/এমআরএ