ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপ উপজেলার মাধবপুর গ্রামে বিষধর সাপের ছোবলে নাজনিন আক্তার (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে শৈলকুপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিজ ঘরে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল নাজনিন। রাতের কোনো এক সময় বিষধর সাপ ছোবলে দেয় শিশুটিকে। টের পেয়ে রাতেই পরিবারের লোকজন নাজনিনকে উদ্ধার করে শৈলকুপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরেরে দিকে শিশুটির মৃত্যু হয়।
স্থানীয় সংবাদকর্মী সিহাব মল্লিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
এসআরএস