ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মেয়েসহ পরকীয়া প্রেমিকের সঙ্গে পালানো গৃহবধূ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
মেয়েসহ পরকীয়া প্রেমিকের সঙ্গে পালানো গৃহবধূ উদ্ধার

সাতক্ষীরা: দুই মেয়েকে নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা নোয়াখালীর এক গৃহবধূকে ২৪ দিন পর সাতক্ষীরা থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওসি দেলোয়ার হুসেন এ তথ্য জানান।

 

এসময় ওসি জানান, নোয়াখালী থেকে পালিয়ে আসা গৃহবধূর মা ও স্বজনরা থানায় এসে ২৩ সেপ্টেম্বর রাতে বিষয়টি তাকে জানান। তারা এসময় নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানায় করা একটি জিডির কপি দেন। তাৎক্ষণিক দুই কন্যা সন্তানসহ ওই গৃহবধূকে উদ্ধারে কাজ শুরু করেন সদর থানার উপপরিদর্শক মানিক সাহা, উপপরিদর্শক শিমুল, সহকারী উপপরিদর্শক নুর মহাম্মাদ ও সহকারী উপপরিদর্শক সাইফুল ইসলাম।

তারা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দক্ষতার সঙ্গে তদন্ত করে খুব অল্প সময়ের মধ্যে শুক্রবার রাত ১২টার দিকে শহরের পলাশপোল মধুমল্লারডাঙ্গী এলাকা থেকে ওই গৃহবধূসহ তার দুই কন্যা সন্তানকে উদ্ধার করেন।

এসময় পালিয়ে যান ওই গৃহবধূর পরকীয়া প্রেমিক নোয়াখালী বেগমগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার কচি মিয়া।

তিনি আরও জানান, নোয়াখালী বেগমগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার সৌদি প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী বিবি আয়েশার সঙ্গে একই এলাকার কচি মিয়ার ফেসবুকের মাধ্যমে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ২৪ দিন আগে তারা নোয়াখালী থেকে পালিয়ে এসে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার পর সাতক্ষীরায় এসে ধরা পড়ে।

এর আগে ওই গৃহবধূর স্বামী প্রবাসী আব্দুল মতিন স্ত্রী ও দুই কন্যার সন্ধান চেয়ে ফেসবুকে পোস্ট দিয়ে পুরস্কার ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।