ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাকরি দেওয়ার প্রলোভনে ধর্ষণ, প্রতারক আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
চাকরি দেওয়ার প্রলোভনে ধর্ষণ, প্রতারক আটক 

কুমিল্লা: ফিলিপস কোম্পানিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে কাউছার আহমেদ (৪১) নামে এক ধর্ষককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

কাউছার আহমেদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে।

 

নির্যাততা নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।  

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ কথা নিশ্চিত করেছেন।

র‌্যাব  জানায়, কুমিল্লা সেনা মার্কেট এলাকায় ধর্ষক কাউছার আহমেদের সঙ্গে পরিচয় হয় ওই নারীর। কাউছার ফিলিপস ইলেক্ট্রনিকসের কান্ট্রি ম্যানেজার বলে নিজেকে পরিচয় দেন। ভিকটিমকে এ কোম্পানিতে বেশি বেতনে পিএস হিসেবে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ১৮ জুন থেকে ৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে ভিকটিম কাউছার আহমেদের প্রতারণা বুঝতে পেরে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) র‌্যাব কুমিল্লার কাছে অভিযোগ করে। পরে র‌্যাব অভিযান চালিয়ে ওই রাতেই আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর থেকে তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউছার আহমেদ ওই নারীকে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের ছবি ভিডিও ছেড়ে দেওয়ার হুমকির বিষয়টি স্বীকার করে। এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে বলে র‌্যাব জানায়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।