ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ১

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে ডাকাতের ছুরিকাঘাতে দুইজন খুন হওয়ার তিনদিন পার না হতেই এবার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫৬) নামে এক রেলযাত্রী আহত হয়েছেন।

শনিবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গফরগাঁও স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আনোয়ার জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া এলাকার বাসিন্দা। তিনি সরিষাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক পদে কর্মরত।

গফরগাঁও জিআরপির ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, ‘আহত আনোয়ার যমুনা এক্সপ্রেসে ঢাকা থেকে জামালপুর ফিরছিলেন। ট্রেন গফরগাঁও স্টেশনের আউটার সিগনাল এলাকায় পৌঁছালে পাশের বস্তি থেকে অজ্ঞাতরা পাথর নিক্ষেপ করে। এ সময় পাথরটি আনোয়ারের কপালে লাগলে আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তিনি তাড়াহুড়া করে ওই ট্রেনেই জামালপুর চলে যান’।

এসআই শাহাদাত হোসেন আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে কোনো শিশু ট্রেনে পাথর নিক্ষেপ করে থাকতে পারে। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থলে  কাউকে পাওয়া যায়নি’।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বাংলানিউজকে বলেন, ‘পাথর নিক্ষেপে এক যাত্রী আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু আহত ব‍্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে’।

বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।