ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঢালারচর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল: পাবনায় ট্রেন চলাচল বন্ধ 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
ঢালারচর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল: পাবনায় ট্রেন চলাচল বন্ধ  ছবি: বাংলানিউজ

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর 'ঢালারচর এক্সপ্রেস' ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  

রোববার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের টেবুনিয়া নামক রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে পাবনার ঢালারচর রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে 'ঢালারচর এক্সপ্রেস'। যাত্রীবাহী ট্রেনটি পাবনার টেবুনিয়া স্টেশনে পৌঁছালে লোকোমোটিভ ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থল আসেন। ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকল হওয়া ইঞ্জিন সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।  

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, অল্প সময়ের মধ্যে বিকল্প ইঞ্জিন দিয়ে আমরা ট্রেনটি চালানোর ব্যবস্থা করছি। সাময়িক সময় ভ্রমণপ্রিয় ট্রেন যাত্রীদের কিছুটা ভোগান্তি হচ্ছে। আমরা চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে ট্রেনটি যেন চালানো সম্ভব হয়।  

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।