ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

বরুড়ায় অটোরিকশাচালকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
বরুড়ায় অটোরিকশাচালকের আত্মহত্যা প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় রইজ উল্লাহ (৩৫) নামে এক অটোরিকশাচালক আত্মহত্যা করেছেন। রইজ উপজেলার আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামের নঈমউদ্দীনের বাড়ির মমতাজ মিয়ার ছেলে।

 

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

জানা যায়, রোববার সকালে নিজ বসতঘরে গিয়ে রইজের স্ত্রী তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখেন। এসময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। দুই ছেলে, এক মেয়ে এবং পরিবারসহ গ্রামেই থাকতেন রইজ।

স্থানীয় মেম্বার হাতেম মিয়া বলেন, শনিবার তার স্ত্রী ও বাবা-মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়েছে বলে শুনেছি।

স্থানীয় চেয়ারম্যান আবদুল করিম বলেন, আমরা সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।

বরুড়া থানার উপ-পরিদর্শক মো. রাশেদ বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। শুনেছি স্ত্রী ও বাবা-মায়ের সঙ্গে তার কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। এ কারণেই হয়তো তিনি আত্মহত্যা করেছেন। তবে এখনও নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না। তদন্ত চলছে।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।