ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

নিজ ট্রাকের চাকায় পিষ্ট চালক-হেলপার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
নিজ ট্রাকের চাকায় পিষ্ট চালক-হেলপার

সিলেট: সিলেটের ওসমানীনগর উপজেলায় থেমে থাকা একটি ট্রাকে পেছনে আরেক ট্রাক ধাক্কা দেওয়ায় চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে দয়ামীর সানাউল্লাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোলাপগঞ্জ সদরের কামরুল ইসলাম (৫০) ও খুলনার সোনাডাঙ্গা থানাধীন নবীনবাগ গ্রামের হানিফ উল্লার ছেলে ইদ্রিস আলী (৩৫)।

স্থানীয়রা বলেন, সিলেট-ঢাকা মহাসড়কের সানাউল্লাহ এলাকায় ট্রাক থামিয়ে কথা বলছিলেন চালক ও হেলপার। এ সময় পেছন থেকে দেশবন্ধু পার্সেল কোম্পানির একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে নিজ ট্রাকের চাকার নিচে পিষ্ট হন তারা।

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বাংলানিউজকে বলেন, চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘন্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এনইউ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।