ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কোটি টাকার স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
কোটি টাকার স্বর্ণসহ দুবাইফেরত যাত্রী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনোয়ার হোসেন নামে দুবাইফেরত এক যাত্রীর শরীরে বিশেষ পদ্ধতিতে লুকানো ১ কেজি ১০ গ্রাম সোনা জব্দ করেছে ঢাকা কাস্টসম হাউজ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করে ঢাকা কাস্টসম হাউজ।

এসময় তার ব্যাগ থেকে চারটি স্বর্ণের বারও পাওয়া যায়। এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।

কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৪ ফ্লাইটে দুবাই থেকে আসে ওই যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক ফাঁকি রোধে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম সদস্যরা বিমানবন্দরে অবস্থান নেয়। সন্দেহজনক হওয়ায় ওই যাত্রীকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ থেকে সোনার বার ও অলংকার পাওয়ার পর তার মলদ্বারে বিশেষ পদ্ধতিতে লুকানো ১ কেজি ১০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

তিনি আরও বলেন, আনোয়ার হোসেনের কাছে মোট যে পরিমাণ স্বর্ণ ছিল তার বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা। তার বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।