ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ধোলাইপাড়ে ছুরিকাঘাতে যুবক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
ধোলাইপাড়ে ছুরিকাঘাতে যুবক আহত

ঢাকা: রাজধানীর ধোলাইপাড় এলাকায় মো. টিপু (২২) নামে এক মাছ বিক্রেতা ছুরিকাঘাতে আহত হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে পূর্ব ধোলাইপাড় লাল মিয়া গলির পানির পাম্পের পাশেই টিপুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহতর স্ত্রীর সিমলা জানান, তিন বছর আগে টিপুর সাথে তার বিয়ে হয়। দুই মাস বয়সী তাদের একটা সন্তান আছে। স্বামী-স্ত্রী তারা-পূর্ব ধোলাইপাড় কবরস্থান রোড একটি বাসায় ভাড়া থাকে।

তিনি আরও জানান, তার স্বামী বিয়ের আগে স্থানীয়ও খুচরা মাদক বিক্রেতাদের সঙ্গে চলাফেরা করতো। বিয়ের পরে সবকিছু ছেড়ে এসে এখন যাত্রাবাড়ী মাছের আড়তে মাছ বিক্রি করে। টিপু সবকিছু ছেড়ে ভালো হওয়ার কারণেই তার আগের পরিচিত মাদক বিক্রেতারা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।

 স্ত্রী দাবি করেন, এ হামলার সঙ্গে যারা জড়িত তারা হলেন, চায়না বাবুল জুবায়ের, চোর বদু,শুকুর ও সাহবুদ্দিন।

ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত টিপুর শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। বর্তমানে সে ঢামেকে চিকিৎসাধীন। তবে তিনি শঙ্কামুক্ত নয়।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার জানান, একটা ছুরিকাঘাতে ঘটনা ঘটেছে। বিস্তারিত জানতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।