ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

প্রতিটি সংসদীয় আসনে রিসার্চ সেন্টার হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
প্রতিটি সংসদীয় আসনে রিসার্চ সেন্টার হবে কথা বলছেন জুনাইদ আহমেদ পলক। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: দেশে নতুন পাঁচ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব এবং প্রতিটি সংসদীয় আসনে একটি করে বিশেষ আইসিটি বিষয়ক রিসার্চ সেন্টার তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্রের টেকনিক্যাল শো শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।



জুনাইদ আহমেদ পলক বলেন, দেশে ইকমার্সের হচ্ছে। এটি এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। এই খাতে এখন বিনিয়োগের পরিমাণও অনেক বেশি। তাই আমরা চাই এই খাতটি আরও উন্নত হোক।

তিনি বলেন, আইটি সেক্টরে বিনিয়োগকারী প্রতিষ্ঠানসমূহের সফটওয়্যার টেকনোলজি পার্কে স্পেসের ব্যাপক চাহিদা পূরণ এবং ব্র্যান্ডিংয়ের উপযুক্ত ইকোসিস্টেম গড়ে তোলার জন্য কারওয়ানবাজারে আরও একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করার কাজ শুরু হয়েছে। স্টার্টআপগুলো উন্নতি করছে। সেদিক থেকে আমাদের আরও এগিয়ে যাওয়া প্রয়োজন এবং সেলক্ষ্যেই এই ল্যাবগুলো তৈরি করা হবে, যেন শিক্ষার্থীরা বিশেষভাবে দক্ষ হয়ে গড়ে ওঠে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।