ফরিদপুর: ফরিদপুরের সালথায় পানিতে ডুবে তাওহীদ সর্দার (০৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
জানা যায়, শিশু তাওহীদ সকাল ৯টার দিকে তার বড় ভাইদের সঙ্গে গোসল করতে পুকুরে নামে। কিছুক্ষণ গোসল করার পর তাহহীদ বাদে সবাই পুকুর থেকে উঠে আসে। প্রায় ঘণ্টা খানেক পর তাওহীদকে খুঁজে না পেয়ে পানিতে খোঁজ করলে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইফতেখার আজাদ বাংলানিউজকে জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এনটি