ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
গাজীপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে নিখোঁজ হওয়ার একদিন পর শিহাব (৬) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে পূবাইল থানার মাজুখান এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শিহাব ওই এলাকার জুয়েল মিয়ার ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর থেকে শিহাবকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। এ ঘটনায় এলাকায় মাইকিং করা হয়। আজ সকালে মাজুখান এলাকায় একটি বাড়ির পাশে শিহাবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।  

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি একদিন আগে নিখোঁজ হয়েছিলো।  
এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।