ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় এম.আই আজাদ (৩৭) নামে এক সাবেক কাউন্সিলর নিহত হয়েছেন।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যায়।
পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি পৌরসভাধীন মিরাকান্দা গ্রাম থেকে মোটরসাইকেলে নগরকান্দা বাজারের উদ্দেশে বের হলে বাড়ির পার্শ্ববর্তী কালিয়ার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে আজাদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে হেমায়েতপুর নামকস্থানে যাওয়ার পর এম.আই আজাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল মো. সুমিনুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এনটি