বরিশাল: বরিশালের বানারীপাড়াতে একটি ডেইরি ফার্মে একটি গাভী তিনটি বাছুর প্রসব করেছে। এ নিয়ে ওই এলাকায় বেশ আলোড়নের সৃষ্টি হয়েছে।
এদিকে বাছুরসহ গাভীটি এখন সুস্থ রয়েছে বলে জানিয়েছেন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে অবস্থিত ডেইরি ফার্মের মালিক মো. শাহিন হাওলাদার।
তিনি জানান, গত শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে আমার ডেইরি ফার্মের একটি গাভীর একসঙ্গে ৩টি বাছুর প্রসব করে। গাভীটি দেশীয় জাতের হলেও ক্রোচের ছিল।
এ ঘটনায় শুধু বানারীপাড়া উপজেলাই নয়, আশপাশের এলাকা থেকেও উৎসুক জনতা গাভীর ৩টি বাছুর দেখতে বাড়িতে ভিড় করছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এমএস/এএটি