হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাহি আক্তারর (৮) ও তৃষা আক্তার (৬) নামে দুইটি শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৬) সেপ্টেম্বর দুপুরে উপজেলার গোপাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুদের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশু দুটি মায়ের সঙ্গে পুকুরে যায়। কাপড় ধোঁয়া শেষে মা বাড়ি ফিরলেও শিশুরা পুকুর পাড়েই থেকে যায়। এরপর অনেকক্ষণ ধরে মেয়েদের দেখতে না পেয়ে মা খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে তৃষা ও মাহীর দেহ পুকুরে ভাসতে দেখে সঙ্গে সঙ্গে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এনটি