ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ল বাস, নিহত ১ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ল বাস, নিহত ১ 

ব‌রিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিক্কন চন্দ্র হালদার (৩৭) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ।  

ওসি বলেন, রাজশাহী থেকে বরিশালগামী তুহিন পরিবহন এবং বরিশাল থেকে ভুরঘাটাগামী জিসান পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস দুটি রাস্তার দুই পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে নিহত হন মাদার্সী গ্রামের নিক্কন চন্দ্র হালদার। এ ঘটনায় আহত ২০ জনই হাসপাতালে চিকিৎসাধীন।  

দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি মো. আলী আরশাদ।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, সে‌প্টেম্বর ২৬, ২০২১
এমএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।