ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রখ্যাত চিকিৎসক হাবিবুর রহমান আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
প্রখ্যাত চিকিৎসক হাবিবুর রহমান আর নেই

ঢাকা: প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. হাবিবুর রহমান চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

দেশের প্রথিতযশা সার্জারি ও অর্থপেডিক্স বিশেষজ্ঞ ডা. চৌধুরী দীর্ঘদিন হলি ফ্যামিলি হাসপাতালে কর্মরত ছিলেন।

তিনি ১৯৬৫ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৭২ সালে এফআরসিএস ডিগ্রি অর্জন করেন।

১৯৮৭ সাল পর্যন্ত তিনি লন্ডনের বিভিন্ন হাসপাতালে কাজ করেন। দেশে ফিরে তিনি চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত মানুষকে সেবা দিয়ে গেছেন।

শনিবার বনানী জামে মসজিদে নামাজে জানাজা শেষে ডা. হাবিবুর রহমান চৌধুরীকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।