কক্সবাজার: কক্সবাজারের দরিয়ানগরের শুকনাছড়ির বনভূমিতে বিসিএস প্রশাসন একাডেমির জন্য বরাদ্দ দেওয়া ৭০০ একর জমির লিজ বাতিলের দাবিতে এবার মেরিনড্রাইভ সড়কে প্রতিবাদী মানবপ্রাচীর কর্মসূচি আয়োজিত হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এ কর্মসূচির আয়োজন করে।
এতে শত শত স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানবপ্রাচীর কর্মসূচিতে বক্তব্য দেন বাপা কক্সবাজারের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক এইচএম নজরুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, ৭০০ একর বন—পাহাড়, জীববৈচিত্র্য ধ্বংস করে প্রশাসন একাডেমি গড়ে উঠলে এই অঞ্চলের পশুপাখি উদ্বাস্তু হয়ে যাবে। এমনিতেই রোহিঙ্গা ক্যাম্পের কারণে হাতিসহ সব পশুপাখির বিশাল আবাসস্থল ধ্বংস হয়ে গেছে। প্রতিনিয়ত হাতি মারা পড়ছে। নতুন করে ৭০০ একর বনভূমি ধ্বংস করা হলে মানুষের নিঃশ্বাস নেওয়াও বন্ধ হয়ে যাবে।
দ্রুত লিজ বাতিল না করা হলে ফুসফুস রক্ষায় আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২১
এসবি/এমজেএফ