কক্সবাজার: অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য পর্যটন—প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে কক্সবাজারে জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটি।
সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে সৈকতের লাবনী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আবু সুফিয়ান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, টুয়াক সভাপতি আনোয়ার হোসেন বক্তব্য দেন। এ সময় হোটেল-মোটেলসহ পর্যটন শিল্পে জড়িত বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আবু সুফিয়ান বলেন, দেশের গন্ডি পেরিয়ে সারাবিশ্বে কক্সবাজারকে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। দেশি-বিদেশি পর্যটকরা কক্সবাজার ভ্রমণে এসে যেন আনন্দমুখর সময় কাটাতে পারে, ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক হয় সে লক্ষ্যেই কক্সবাজার জেলা প্রশাসন এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি কাজ করে যাচ্ছে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ছাড়াও সৈকতে ঘুড়ি ও ফানুস উৎসবের আয়োজন করা হয় বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এসবি/এমজেএফ