ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাগাজীতে আনন্দ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাগাজীতে আনন্দ মিছিল ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর সোনাগাজীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে।

জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'মুকুট মনি' উপাধীতে ভূষিত হওয়ায় এ আনন্দ মিছিল করা হয়।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সোনাগাজী পৌরশহরের জিরোপয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা আ. লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, বিআরডিবির চেয়ারম্যান মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন- সোনাগাজী পৌরসভার মেয়র, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট নাছির উদ্দিন বাহার, শেখ ইসমাইল হোসেন, পৌর আ. লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোসারেফ মিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক শরীয়ত উল্যাহ আরিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
এসএইচডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।