ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার উল্টে জেলের মৃত্যূ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার উল্টে জেলের মৃত্যূ

পাথরঘাটা(বরগুনা): বঙ্গোপসাগর থেকে মাছ ধরে কুলে ফিরে আসার পথে ঝড়ের কবলে পড়ে একটি নামবিহীন মাছ ধরা ট্রলার উল্টে রুহুল আমিন খান (৫০) নামে ওই ট্রলার মালিকের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছে ওই ট্রলারে থাকা অপর পাঁচ জেলে।

মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে সুন্দরবন সংলগ্ন দুবলারচর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে ট্রলারসহ জেলেদের উদ্ধারের জন্য অন্য একটি ট্রলার পাঠিয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাগর থেকে মাছ ধরে পাথরঘাটায় আসার পথে সুন্দরবন সংলগ্ন দুবলারচর এলাকায় ঝড়ের কবলে পড়ে ছয় জেলেসহ ট্রলারটি উল্টে যায়। এতে ওই ট্রলারে থাকা পাঁচজন জেলে সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও ট্রলার মালিক রুহুল আমিন খান ট্রলারের নিচ থেকে বের হতে পারেননি। কিছুক্ষণ পর পার্শ্ববর্তী জেলেদের সহায়তায় রুহুল আমিনের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উল্টে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য একটি ট্রলার পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।