ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

শিশু তাহিয়াকে বাঁচাতে মা-বাবার আকুতি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
শিশু তাহিয়াকে বাঁচাতে মা-বাবার আকুতি শিশু তাহিয়াকে বাঁচাতে মা-বাবার আকুতি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী আল-আমিন। তার পাঁচ মাস বয়সী ফুটফুটে শিশু তাহিয়া আমিন খান তকি জন্মগতভাবেই বিরল রোগ বিলিয়ারি অ্যাট্রেসিয়ায় আক্রান্ত।

নিজের সন্তানকে বাঁচাতে একের পর এক হাসপাতালে ছুটেছেন আল-আমিন।

চিকিৎসকরা বলছেন, এটি লিভারের একটি জটিল রোগ। তাহিয়াকে বাঁচাতে হলে লিভার প্রতিস্থাপন করতে হবে। যার জন্য যেতে হবে ভারতের চেন্নাইয়ের রেলা ইন্সটিটিউটে। তবে এর জন্য প্রয়োজন ৫০-৬০ লাখ টাকা।  

কিন্তু চিকিৎসার জন্য সব অর্থ শেষ করে আল-আমিন এখন নিঃস্ব। তাই বর্তমানে পর্যাপ্ত অর্থের অভাবে মেয়ের চিকিৎসা করাতে পারছেন না তিনি।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগের ডা. এ কে এম জাহিদ হোসেন বলেন, লিভার ট্রান্সপ্লান্ট করলে তাহিয়াকে বাঁচানো সম্ভব। নয়তো তাকে বেশদিন বাঁচানো যাবেনা।

আল-আমিন বলেন, মেয়ের চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরছেন। অর্থ ব্যয় ছাড়া আর কোনো কাজ হয়নি। অর্থ ব্যয় করতে করতে এখন নিঃস্ব প্রায়। ভারতে তাহিয়াকে নিয়ে চিকিৎসা করাতে হলে প্রায় ৫০-৬০ লাখ টাকা খরচ করতে হবে।

এত টাকা পক্ষে জোগাড় করা সম্ভব না। তাই মেয়ের চিকিৎসার জন্য বাধ্য হয়ে তিনি বিত্তবানদের সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন।  

চিকিৎসার জন্য সাহায্য পাঠাতে নিম্নোক্ত নাম্বারগুলো ব্যবহার করতে হবে। মৌসুমী খানম (মা)- 01309190026 (বিকাশ, রকেট ও নগদ), আল-আমিন (বাবা)- 01719659253 (বিকাশ, রকেট ও নগদ)।

এছাড়াও ব্যাংক হিসেবে পাঠাতে হলে- ডাচ বাংলা ব্যাংক- একাউন্ট নম্বর- 2181030021225, Mousumi Khanam, Patuakhali Branch, Routing Number- 090781092

ইসলামী ব্যাংক- একাউন্ট নং- 20507770220438916, Al amin, Taltali Branch, Agent Banking,Taltali Barguna

সোনালী ব্যাংক- একাউন্ট নং-4321601000876 
উপরিউক্ত ঠিকানায় সাহায্য পাঠানো যাবে।

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।