ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে নৌকা বাইচ উপলক্ষে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
নড়াইলে নৌকা বাইচ উপলক্ষে সংবাদ সম্মেলন

নড়াইল: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী শনিবার (২ অক্টোবর) অনুষ্ঠিতব্য নড়াইলে ‘বিশ্ব পর্যটন দিবস এসএম সুলতান নৌকা বাইচ’ উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহাবুব আলী।  

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, আগামী ২ অক্টোবর শনিবার দুপুর ২টায় চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এসময় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার হিসেবে থাকছে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরষ্কার ফ্রিজ। এছাড়া অংশগ্রহকারীদের জন্য থাকছে সৌজন্য পুরস্কার।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।