নড়াইল: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী শনিবার (২ অক্টোবর) অনুষ্ঠিতব্য নড়াইলে ‘বিশ্ব পর্যটন দিবস এসএম সুলতান নৌকা বাইচ’ উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, আগামী ২ অক্টোবর শনিবার দুপুর ২টায় চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এসময় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু প্রমুখ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার হিসেবে থাকছে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরষ্কার ফ্রিজ। এছাড়া অংশগ্রহকারীদের জন্য থাকছে সৌজন্য পুরস্কার।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এনটি