কিশোরগঞ্জ: দীর্ঘ পাঁচ ঘণ্টা পর কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (০২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভৈরব-ময়মনসিংহ রেল রুটে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে, শনিবার (০২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ভৈরব-ময়মনসিংহ রেল রুটের ভৈরব স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।
ভৈরব থেকে ময়মনসিংহ যাওয়ার রেল রুট বন্ধ থাকার ফলে এ রুটে চলাচলকারী ট্রেন যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহাম্মদ বিশ্বাস বাংলানিউজকে জানান, রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসার পর ট্রেনের বগি উদ্ধারের কাজ শুরু হয়। দীর্ঘ পাঁচ ঘণ্টায় চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে উদ্ধারকারী দল। পরে শনিবার (০২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ভৈরব-ময়মনসিংহ রেল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে গত এক-দুই মাসে ভৈরব স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় কয়েকটি ট্রেন দুর্ঘটনা ঘটে। এলাকাটি ট্রেন দুর্ঘটনা প্রবণ হিসেবে চিহ্নিত। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ জেনেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ট্রেন দুর্ঘটনা বেড়েই চলছে। এতে করে প্রায়শই জীবনহানির শংকাসহ নানা ভোগান্তিতে পড়েন ট্রেনযাত্রীরা।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এনটি