ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নদীতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, অক্টোবর ২, ২০২১
নদীতে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু

শেরপুর: শেরপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মাহমুদল হাসান সয়াইম (১৪) ও রাউফুন (৯) নামে খালাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।  

শনিবার (০২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার জঙ্গলদী নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সুয়াইম শহরের চকপাঠক এলাকার ছানোয়ার হোসেনের ছেলে এবং রাউফুন ঢাকার দক্ষিণখানা এলাকার রফিক মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, সুয়াইম ও রাউফুন কদিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে কাউকে কিছু না জানিয়ে ওরা বাড়ির পাশে মৃগী নদীতে গোসল করতে নামে। তারা সাঁতার জানত না। এক পর্যায়ে তারা দুইজনেই নদীর মাঝখানে চলে যায়। দুইজনকে খোঁজে না পেয়ে অবশেষে পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘণ্টাখানেক নদীতে নেমে খোঁজাখুঁজির পর নদীর মাঝ খান থেকে ওই দুইজনের মৃত অবস্থায় পাওয়া যায়।  

এ বিষয়ে সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ বাংলানিউজকে জানান, ঘটনা জেনেছি। পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।