গাইবান্ধা: রোহিঙ্গা প্রসঙ্গ টেনে বাপ-দাদাদের জমিতে আশ্রয় চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়েছেন সাঁওতাল নেতারা।
শনিবার (২ অক্টোবর) বিকেলে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের কাটামোড়ে আয়োজিত সমাবেশ থেকে বক্তারা এ আকুতি জানান।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী আমাদের মা। আমরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। তিনি অত্যন্ত দয়ালু। তিনি বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। আমাদেরও তিনি নিশ্চয়ই আশ্রয় দেবেন।
আমাদের বিশ্বাস একথাগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো হচ্ছে না। সে লক্ষে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
বক্তারা বলেন, সাঁওতালদের বাপ-দাদার কাছ থেকে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকলের আখ চাষের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী আখ চাষ না হলে জমি মালিককে ফেরত দেওয়ার কথা।
এছাড়া তিন ফসলি জমিতে ইপিজেডসহ কোনো কলকারখানা নির্মাণ করা যাবে না এমন নির্দেশনা থাকলেও কেন বাগদা ফার্মের তিন ফসলি জমিতে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা সাঁওতালদের প্রতি চরম অন্যায় করা হচ্ছে।
বক্তারা আরো বলেন, কর্মসংস্থান-উন্নয়নের জন্য আমরা ইপিজেডের বিপক্ষে নই। সে ক্ষেত্রে গাইবান্ধার ভূতপূর্ব ডিসি ড. আনোয়ারুল ইসলাম প্রস্তাবিত গাইবান্ধা পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবি জানান তারা।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকে।
বক্তব্য দেন-গাইবান্ধা জেলা বারের সভাপতি ও জেলা নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জেলা সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, আদিবাসী নেতা বাবলু ট্রুডু, শ্যামল মার্ডি, মানিক সরেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২১
আরএ