ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে জাহাজডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
বঙ্গোপসাগরে জাহাজডুবি

বাগেরহাট: বঙ্গোপসাগরের দুবলার চরে এমভি বিউটি লোহাগড়া-২ নামের একটি পাথর বোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে।

শনিবার (৯ অক্টোবর) ভোরে পাথর নিয়ে খুলনা যাওয়ার পথে জাহাজটি ডুবে যায়।

তবে ওই জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

এর আগে শুক্রবার (০৮ অক্টোবর) দুপুরে পশুর নদীতে ৮৫০ টন সার নিয়ে এম ভি দেশ বন্ধু নামে আরও একটি লাইটার জাহাজ ডুবে যায়। সেটি এখনও উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান বলেন, সিঙ্গাপুরের পতাকাবাহী " এম ভি সাগর রতন" থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনায় যাওয়ার পথে তলা ফেটে এমভি বিউটি লোহাগড়া- ২ লাইটার জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা ১০ নাবিককে কোস্টগার্ড সদস্যরা জীবিত উদ্ধার করেছে। পরে তাদেরকে " এম ভি দেশ দিগন্তে" নামক একটি লাইটার জাহাজে উঠিয়ে দেওয়া হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বলেন, তলা ফেটে যাওয়ার কারণে জাহাজটি ডুবে যায়। জাহাজটির মালিক পক্ষের সাথে বন্দরের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।