মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার কোলা ব্রিজের কাছে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর-মহাজনপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- একই জেলার মুজিবনগর উপজেলা মহাজনপুর গ্রামের ফিরোজ হোসেনের ছেলে স্বপন মিয়া, একই গ্রামের কোরবান আলীর ছেলে আসাদুল ইসলাম, জেলা সদর উপজেলার কোলা গ্রামের সাদেক আলীর ছেলে শাকিল হোসেন, মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রাসেল রানা ও স্ত্রী আখিরা খাতুন।
জানা গেছে, কোলা ব্রিজের কাছে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালকসহ ওই পাঁচ আরোহী আহত হন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। তারা হলেন- স্বপন, আসাদুল, শাকিল।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এসআরএস