ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

পোলট্রি শিল্প রক্ষায় ১১ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
পোলট্রি শিল্প রক্ষায় ১১ দাবি

ঢাকা: বাংলাদেশ পোলট্রি খাতের সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং অধিকারবঞ্চিত প্রান্তিক খামারিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পোলট্রি শিল্প ফোরাম।

শনিবার (৯ অক্টোবর) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে প্রান্তিক খামারি সভায় ১১ দফা দাবি উত্থাপন করা হয়।

বাংলাদেশ এসএমই ফোরামের সার্বিক সহযোগিতায় প্রান্তিক খামারি সভায় উপস্থিত ছিলেন সরকারের অতিরিক্ত সচিব ড. শেখ মহ. রেজাউল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ্য বিজ্ঞানী ড. লতিফুল বারী ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এসএমই ফোরাম প্রেসিডেন্ট ও বাংলাদেশ পোলট্রি শিল্প ফোরামের প্রতিষ্ঠাতা চাষী মামুন।

খামারিদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য- পোলট্রি ফিড ও বাচ্চার অযৌক্তিক মূল্যবৃদ্ধি বন্ধ করতে হবে; খামারিদের দিয়েই খামারিদের উৎপাদিত ডিম ও মোরগ/মুরগির ন্যায্য মূল্য নির্ধারণের অবাধ সুযোগ দিতে হবে; সহজ শর্তে খামারিদের ঋণ প্রদান করতে হবে এবং ক্ষতিগ্রস্ত খামারিদের আর্থিক প্রণোদনা/সহয়তা প্রদান করতে হবে; পোলট্রি শিল্পের কাচামাল, ওষুধ, ভ্যাকসিন এবং খামারিদের ভ্যাট/ট্যাক্স মওকুফ করতে হবে; পোলট্রি রাজস্ব বাজেট প্রণয়ন করতে হবে এবং বাজেটে এই খাতের টেকসই উন্নয়নের জন্য বিশেষ বরাদ্ধ রাখতে হবে।

তাদের দাবির মধ্যে আরও রয়েছে- পোলট্রি শিল্পের অন্যতম কাঁচামাল সয়াবিন রপ্তানি বন্ধ করতে হবে; প্রান্তিক খামানি/বিনিয়োগকারীদের সমস্যা, সংকট ও প্রয়োজনাবলী নির্ধারণ করে খামারিদের মতামতের ভিত্তিতে সরকারিভাবে দীর্ঘমেয়াদী একটি জাতীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে; পোলট্রি শিল্পের জন্য ওষুধ এবং ভ্যাকসিন সহজলভ্য ও সিন্ডিকেট মুক্ত করতে হবে; দেশের সফল খামারিদের আর্থিক ও জীবন নিরাপত্তায় মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ থেকে বিশেষ নির্দেশনা প্রদান করতে হবে; দেশের আট বিভাগে পোলট্রি শিল্প পার্ক প্রতিষ্ঠা করতে হবে এবং খামারিদের জন্য বিশেষ বিমা চালু করতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
ডিএন/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।