সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাসচাপায় বেলাল হোসেন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) দুপুর ২টার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেলাল ওই ইউনিয়নের পূর্ণবাসন এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বাংলানিউজকে জানান, রাস্তা পার হওয়ার সময় দেশ ট্রাভেলসের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ওই স্থানে গিয়ে বাসটিকে আটক করে।
তিনি আরও জানান, পালিয়ে যাওয়ায় চালক ও হেলপারকে আটক করা যায়নি। তবে তাদের আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২১
জেডএ