রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে ঋতু আক্তার (২৮) নামে এক যৌনকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শনিবার (৯ অক্টোবর) ঋতু আক্তারের শোবার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ঋতু আক্তারের মেয়ে জানায়, শুক্রবার (১০ অক্টোবর) রাতে কথিত স্থানীয় এক সাংবাদিক সুজন খন্দকার তার মার ঘরে আসেন। তখন ঋতু পাশের ঘরেই ছিল। পরে সে ঘুমিয়ে যায়। সকাল উঠতে দেরি হলে স্থানীয়রা ঋতুকে ডেকে বলে তার মাকে কারা যেনো গলা কেটে হত্যা করেছে। তার মায়ের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল তায়াবীর বলেন, স্থানীয়দের খবরে যৌনপল্লীতে গিয়ে ঋতুর গলা কাটা মরদেহ উদ্ধার করি। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রথমে কুপিয়ে পরে গলা কেটে হত্যা করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীকালে তদন্ত করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা হবে।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২১
এনটি