ঝিনাইদহ: ঝিনাইদহ সদর ও মহেশপুর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে এ দু’টি এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের ফজলু মোল্লা (৫০) ও সাতক্ষীরা জেলার শ্যামনগরের নিতাই মণ্ডলের ছেলে দেবদাস মণ্ডল (৩৫)।
জানা যায়, সকালে কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের কয়েকজন দিনমজুর তিন চাকার অবৈধ যানবাহন আলমসাধুতে করে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে গান্না বাজারের পূর্বপাশে পৌঁছালে মেহেরপুর থেকে খুলনাগামী আর এ পরিবহনের একটি বাস পেছন থেকে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে আলমসাধু থেকে রাস্তায় ছিটকে পড়ে ফজলু মোল্লা ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপরদিকে মহেশপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিব জানান, সকালে মহেশপুর শহর থেকে ব্র্যাকের কর্মী দেবদাস মোটরসাইকেলে করে চড়ক তলার দিকে যাচ্ছিলেন। পথে চড়ক তলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২১
এসআই