ফরিদপুর: ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদী কালিয়ার মোড় এলাকায় সুফিয়া বেগম (৪৮) নামে এক গৃহবধূ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শনিবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সুফিয়া বেগম ফরিদপুরের ভাঙ্গার সোয়াদী এলাকার মোজামের স্ত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়কটি অবরোধ করে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ইমাদ পরিবহনসহ তিনটি গাড়ি ভাঙচুর করে। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ ও নগরকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ বাংলানিউজকে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
আরআইএস/আরআইএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।