ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে নৌকার প্রার্থীকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
কাপ্তাইয়ে নৌকার প্রার্থীকে গুলি করে হত্যা

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় নেথোয়াই মারমা ( ৬০) নামে আ.লীগের এক ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৬ অক্টোবর) দিনগত রাত একটার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের আগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার দিনগত রাতে একদল অস্ত্রধারী সন্ত্রাসী চিৎমরম ইউনিয়ন আ.লীগের সভাপতি ও একই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নেথোয়াই মারমার বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে।

রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘন্টা, অক্টোবর ১৭, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।