ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
কুমিল্লায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

কুমিল্লা: কুমিল্লা বুড়িচংয়ে বাসচাপায় অটোরিকশায় থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

 

শনিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বুড়িচং উপজেলার ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদর্শ সদর উপজেলার রত্নবতী এলাকার আবু সাইদ (৫৩) এবং তার স্ত্রী রুমি আক্তার (৪৩)। আবু সাইদ পেশায় পত্রিকার হকার।

বুড়িচং উপজেলার দেবপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম বলেন, ময়নামতি এলাকায় সিলেটগামী তিশা গোল্ডেন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই রুমি নিহত হন। এসময় আহত হন তার স্বামী আবু সাইদ ও অটোরিকশাচালক। তাদের উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতালে নেওয়ার পর আবু সাইদও নিহত হন। এসময় বাসেরও বেশ কয়েকজন যাত্রী আহত হন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।