চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় একটি ওয়ান শ্যুটার গানসহ লাল্টু মিয়া নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র্যাব-৬।
লাল্টু মিয়া (২৭) সদর উপজেলার দর্শনা থানার আকন্দবাড়িয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার ডিঙ্গেদহ-দর্শনা সড়কের জালশুকা এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে লাল্টু মিয়াকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে একটি ওয়ান শ্যুটার গান ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
আরএ