ফরিদপুর: দুই হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফুয়াদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার (১৮ অক্টোবর) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফফার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসেন এ জবানবন্দি গ্রহণ করেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে রাতে আদালতের নির্দেশে ফুয়াদকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে দুই দফায় চারদিনের রিমান্ড শেষে ফোয়াদকে আদালতে সোপর্দ করে পুলিশ।
পুলিশ জানায়, মানি লন্ডারিং ও হত্যা মামলাসহ আট মামলার আসামি ফোয়াদকে গত ১২ অক্টোবর ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন ১৩ অক্টোবর তাকে ২০১৬ সালের ১২ জুলাই সংঘটিত ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় ছোটন বিশ্বাস হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।
আরও পড়ুন>>
>>> সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস গ্রেফতার!
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
আরআইএস