ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফুলপুরে বাস খাদে পড়ে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২১
ফুলপুরে বাস খাদে পড়ে আহত ১০ দুর্ঘটনাকবলিত বাসটি। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলার ইমাদপুর এলাকায় বাস খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১০ অক্টোবর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নামপরিচয় জানা যায়নি।  
 
ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আল-আমীন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় তিনি জানান, ঢাকা থেকে শ্যামলী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস হালুয়াঘাট যাচ্ছিল। পথে ফুলপুরের ইমাদপুর এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ফুলপুর থানা পুলিশ সদস্যরা। আহতদের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।