ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
শ্যামপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

ঢাকা: রাজধানীর শ্যামপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন হোসেন (২০) নামে এক যুবক আহত হয়েছেন।  

সোমবার (১৮ অক্টোবর) দিনগত রাতে শ্যামপুর বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) আহত ইমন জানান, শ্যামপুর লাল মসজিদ এলাকায় একটি ছাপাখানায় কাজ করেন তিনি। গত রাতে কারখানা থেকে হেঁটে শ্যামপুর বড়ইতলার বাসায় ফেরার সময় পথে বালুর মাঠ এলাকায় তিন থেকে চারজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তারা তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ছিনতাইকারীরা মুখোশ পড়া ছিল। তার কাছ থেকে কিছু নিতে পারেনি তারা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আহত ইমনকে ক্যাজুয়ালিটি বিভাগের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। তার পিঠে ছুরিকাঘাত রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।